সোমবার (২৮ এপ্রিল) বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে রেলি বের করা হয়। এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে মিলিত হয়ে আলোচনা সভা করা হয়।
ইউএনও জেসমিন আক্তার বলেন, " অর্থের অভাবে সাধারণ মানুষরা অনেক সময় আইনের সহযোগিতা নিতে পারেন না। তাদের কথা ভেবে সরকার আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ্য ব্যক্তিদের বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন।"
তিনি আরও বলেন, "সরকারি খরচে আইনগত সহযোগিতা যারা নেবেন তাদের জন্য জেলা জজ কোর্টে লিগ্যাল এইডে সরাসরি অথবা অনলাইনে আবেদনের মাধ্যমে বিনামূল্যে মামলা দায়ের ও পরিচালনার জন্য প্রাপকের যোগ্যতা অনুযায়ী আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা রয়েছে।"
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনসুর আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. সিহাদুল ইসলাম, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী প্রমুখ।