নওগাঁ সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অভিযানে প্রায় ১৫ কোটি টাকা মূল্যমানের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ২৫৯ এমপি থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নলপুকুর বুড়োল দিঘী এলাকায় স্থানীয় লোকজন দিঘী খননকালে একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি দেখতে পান।
ঘটনাটি নিজস্ব গোয়েন্দা সূত্রে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মোঃ তহুরুল ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় দিঘী থেকে মূর্তিটি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন আনুমানিক ২৭.৫৮০ কেজি।
পরবর্তীতে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি এর দিকনির্দেশনায় অভিজ্ঞ স্বর্ণকার দ্বারা নাইট্রিক এসিড ও স্বর্ণ পরীক্ষার মাধ্যমে মূর্তিটির মান যাচাই করা হয়। পরীক্ষায় এটি অত্যন্ত উচ্চমানের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের তৈরি বলে নিশ্চিত হওয়া যায়। পাশাপাশি জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকারদের মতে, উদ্ধারকৃত মূর্তিটির বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি।
নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল ধরনের অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।
নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৫ কোটি টাকার দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার..
Không có bình luận nào được tìm thấy



















