নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পাহাড়পুর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবা এবং ১৪ পিস ট্যাপেন্টাডলসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে RAB-5, CPC-3, জয়পুরহাট।
RAB প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে RAB-5, CPC-3, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল গ্রেফতারকৃত আসামী আসাদুল এবং মজিদ দ্বয়ের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
গ্রেফতারকৃত আসামী আসাদুল এবং মজিদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে RAB-5, CPC-3, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু হয়েছে।