নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে হামলা, থানায় অভিযোগ 

MD Abdur Rahman avatar   
MD Abdur Rahman
নোয়াখালীর সুবর্ণচরে এক প্রবাসীর বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চর জব্বার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (৭ মে) সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর..

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে হামলা, থানায় অভিযোগ 

 

নোয়াখালীর সুবর্ণচরে এক প্রবাসীর বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চর জব্বার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

ঘটনাটি ঘটেছে বুধবার (৭ মে) সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাওলানা সালা উদ্দিনের বাড়িতে। 

 

 

এই ঘটনাকে কেন্দ্র করে ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আর্মি জয়নালের বাড়ীর ফখরুল ইসলামের ছেলে জয়নাল (৫৩), মোঃ লিটন (৪৩), মোঃ রিপন (৩৩) এর বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী দেলোয়ারা বেগম। 

 

 

 

জানা যায় - ভুক্তভোগীর সাথে অভিযুক্তদের বিগত কয়েক মাস ধরে জমি নিয়ে বিরোধ চলছে আসছে, এই নিয়ে উভয় পক্ষের মামলা চলমান রয়েছে। 

 

ভুক্তভোগী দেলোয়ারা বেগম অভিযোগ পত্রে উল্লেখ করেন-অভিযুক্তরা জায়গাজমি দখলকারী ও উৎশৃঙ্খল, মাস্তান প্রকৃতির লোক হয়। তারা এবং আমি একই গ্রামে বসবাস করতেছি । অভিযুক্ত ৩ জনের বোনদের থেকে গত ১৮ জানুয়ারীতে ৩২ শতাংশ জমি ক্রয় করে রেজিঃ নিয়ে বাড়িতে করে বসবাস করতেছি। অভিযুক্তরা উক্ত সম্পত্তি দাবি করে প্রায় সময় আমার সাথে ঝগাড় বিবাদ করে আসতেছে তাদের সম্পত্তি দাবি করে বিজ্ঞ আদালতে একটি মামলা করে, উক্ত মামলা চলমান রয়েছে । 

 

তাছাড়া তিনি আরো জানান- গত ০৭মে গভীর রাতে অভিযুক্তরা - তাদের লোকজন নিয়ে তার ক্রয়ক্রকৃত জমিতে এসে পথের রাস্তা রাতের অন্ধকারে কেটে ফেলে দেয় এবং বাড়ির সাইনবোড ও ঘরের টিন কেটে ফেলে দেয়। 

 

তিনি সকালে ঘুম উঠে দেখে তার বাড়ীর দরজা ও ঘরের টিন কাটা। তিনি তখন স্থানীয় মেম্বারকে দিয়ে অভিযুক্তদের অবগত করলে তারা তাকে আরো ভয়ভীতি ও হুমকি প্রদান করে। 

 

তিনি আরো জানান-তখন আমি বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবগত করলে তারা আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ প্রদান করেন। আমি আমার বিদেশে থাকা স্বামীকে বিষয়টি অবগত করলে সে আমাকে আত্মীয় স্বজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবগত করার জন্য বলে।

 

 

ভুক্তভোগী দেলোয়ারা আরো জানান- আমি প্রবাসীর স্ত্রী আমরা স্বামী একজন রেমিট্যান্স যুদ্ধা আজ আমি জমি কিনে অসহায়ের মতো মানুষের দারে দারে ঘুরতেছি। আমার স্বামীর ৯ বছরের অর্জিত পুঁজি দিয়ে আমি এই জমি কিনেছি। কিন্তু তারা আমাকে শান্তি মতো বসবাস করতে দিচ্ছে না।আমাকে মামলা হামলা দিয়ে নানান রকম হয়রানি করতেছে।

 

ভুক্তভোগীর অভিযোগের বিষয় টা পর্যালোচনা করলে দেখা যায়- দেলোয়ারার ক্রয় কৃত জমি টি অভিযুক্তদের বাবার সম্পত্তি।যদিও এই জমি গুলো তাদের বোনেরা ওয়ারিশ সূত্রে পেয়েছে। এবং তিন বোনে দেলোয়ারার নিকট বিক্রি করে দেয়। কিন্তু বিক্রি করা সম্পত্তি অভিযুক্ত ভাইয়েরা কিনতে চাইলে বোনেরা নারাজ ছিলো। এক পর্যায়ে এই জমি গুলো দেলোয়ারার নিকট বিক্রি করে দেয়। 

 

উক্ত বিষয়ে স্থানীয় সামাজিক পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে একাধিক ব্যক্তিবর্গ কে জানালে ও কোনো সুরাহা পান নি বলে জানান ভুক্তভোগী। 

 

ভুক্তভোগী আরো জানান- আমি একজন মহিলা মানুষ যদি ও আমি জমির বিষয়ে তেমন অভিজ্ঞ নয়।কিন্তু আমার সাথে তারা এরকম করবে এটা আমি কখনো কল্পনা করি নাই।আমি আমার স্বামীর রক্ত মাখা টাকা দিয়ে জমি কিনে যদি জমিতে বসবাস না করতে পারি এটার বিচার যদি না পাই।

 

 

ভুক্তভোগীর বড় মেয়ে তাহসিন জানান- আমার বাবার রোদ মাখা কষ্টের টাকায় এই জমি কিনেছে আমার আম্মু। কিন্তু এই জমিতে আমরা বাড়ি করার পর থেকে কয়েক টি ঘটনা ঘটে গেছে। তারা প্রতি নিয়ত আমাদের কে হুমকি দুমকি দিয়ে আসছে। গত বুধ বার রাতে তারা কিছুলোক জন নিয়ে এসেই আমাদের বাড়ির দরজার মাটি কেটে ফেলে দেয় এবং ঘরের টেন কেটে ফেলে দেয়।

 

 

এই বিষয়ে অভিযুক্ত জয়নাল জানান- তাকে হেয়পন্ন করার জন্য দেলোয়ারা বেগম বিভিন্ন মামলা করতেছে। এই বিষয়ে সাথে তিনি সংযুক্ত নেই, এবং এই অভিযোগ মিথ্যা বলে জানান।

 

 

 

এই বিষয়ে মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়া জানান- বিষয় টা তাকে এক পক্ষ অবগত করছে, এই বিষয়ে কোটে মামলা থাকায় কিছু করা সম্ভব নয় তার পক্ষ।কোটে যাকে রায় দিবে তিনিই হবেন জমির মালিক।

 

মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আনম সেলিম জানান- বিষয় টা আমি শুনেছি কিন্তু এদের দুই পক্ষের নাকি জমি নিয়ে একটি বিরোধ রয়েছে। যেহেতু থানায় অভিযোগ দেওয়া হয়েছে পুলিশ তদন্ত করলে সত্য টা বের হবে।

 

 

চর জব্বার থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া জানান- এই ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে থানায় অভিযোগ করেছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে

No se encontraron comentarios