মজুত ও সরবরাহ করছিল—এমন তথ্যের ভিত্তিতে ১৮ মে (শনিবার) বিকেল ৫টায় সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো প্রকার অনুমোদন ছাড়াই অবৈধভাবে নিম্নমানের ও বেজাল কসমেটিকস পণ্য তৈরি করে বাজারজাত করে আসছিল। এ ছাড়া পণ্যগুলো তৈরি হচ্ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল।
অভিযানকালে প্রতিষ্ঠানটির ভেতরে মেয়াদবিহীন রাসায়নিক উপাদান, পণ্যের গায়ে সঠিক লেবেল না থাকা, অনুমোদনের কোনো বৈধ কাগজপত্র না থাকা এবং বাজারজাত করার জন্য প্রস্তুত বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী পণ্য পাওয়া যায়। এসব অপরাধের ভিত্তিতে আইন অনুযায়ী কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।অভিযান পরিচালনার সময় নকলা থানা পুলিশের একটি টিম, এনএসআই কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার বলেন, তাদের মেনুতে উল্লেখিত ৪৪ টি পণ্যের মধ্যে ২৭ টির সেম্পল আমরা সংগ্রহ করেছি। তারা কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় এবং যথাযথ নিয়ম পালন না করে এসব উৎপন্ন করায় এটি সিলগালা করা হলো। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
कोई टिप्पणी नहीं मिली



















