ন্যায়বিচার ও পেশাগত অধিকার রক্ষায় আইনজীবীদের পদচারণা

Juwel Hossain avatar   
Juwel Hossain
****

সিরাজগঞ্জে ন্যায়বিচার, আইনজীবীদের পেশাগত অধিকার এবং সাংগঠনিক শক্তি সুসংহত করার দাবিতে রাজপথে নেমেছেন জেলা আইনজীবীরা। সিরাজগঞ্জ জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে এক পদযাত্রা কর্মসূচি। কর্মসূচিতে অংশগ্রহণকারী আইনজীবীদের কণ্ঠে ছিল ঐক্যের আহ্বান ও পরিবর্তনের প্রত্যয়।

পদযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম এবং সেই ভূমিকা কার্যকর করতে সংগঠনকে আরও শক্তিশালী করা জরুরি।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। তিনি আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা ও সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম দুলাল বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা সময়ের দাবি।

এছাড়া জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এডভোকেট ইন্দ্রজিত সাহা, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম এবং এপিপি আব্দুল মালেক খান তাদের বক্তব্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনজীবীদের অধিকার সংরক্ষণ এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সমাবেশ শেষে আদালত চত্বরে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী আইনজীবীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান তুলে ধরেন।

পুরো কর্মসূচি জুড়ে ছিল শান্তিপূর্ণ পরিবেশ এবং ব্যাপক অংশগ্রহণ। জেলা ও উপজেলা পর্যায়ের আইনজীবী ফোরামের নেতাকর্মীদের উপস্থিতিতে পদযাত্রাটি পরিণত হয় আইনজীবীদের ঐক্য ও সক্রিয়তার এক দৃশ্যমান প্রকাশে।

コメントがありません


News Card Generator