close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নীতিহীন রাজনীতির গন্তব্যহীন পথ চলা

Al Karim avatar   
Al Karim
রাজনীতির আদর্শতা ভুলে যাওয়ার কারণে আজ বাংলাদেশের এই অবস্থা,
আর একেই বলে:
নীতিহীন রাজনীতি গন্তব্যহীন পথ চলা।..

স্বাধীনতার পর থেকে আজবধি, যে রাজনীতি চর্চা চলছে বাংলাদেশ, বারবার যারা ক্ষমতায় গেছে, তাদের কোন আদর্শতা খুঁজে পেলাম না, এমনই একটা প্রতিবেদন পেয়েছিলাম,

যার শিরোনাম ছিল, নীতিহীন রাজনীতির গন্তব্যহীন পথে চলা। 

আসলে রাজনীতি তো একটা আদর্শতাঃ

রাজনীতির আদর্শতা হলো, নিজের স্বার্থের ঊর্ধ্বে অন্যের স্বার্থ হাসিল করে দেওয়া। অথচ আজকের বাংলাদেশে দেখা যায়, প্রতিপক্ষ হলেই জ্বালা, থাকে জেল জুলুম জরিমানা, এমনকি জীবন নাশেরও ঝুঁকি। ইতোপূর্ব আমরা যদি গত ৫৩ বছরের দিকে তাকায়, দেখা গেছে  মতের বিপক্ষে যেই,গেছে, বিরোধী  পক্ষ যেই হয়েছে, তাকেই খেসারত দিতে হয়েছে। 

বিগত বছরেরগুলোঃ

যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিরোধী ছোট বড় ছোট দল ছিল, তাদের উপরে নির্যাতনের স্ট্রীম  রোলার চলেছে।

সমসাময়িক অবস্থাঃ

বর্তমান দেখা যাচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের পরও, অনেক নিরীহ মানুষ নির্যাতনের শিকার। 

এটা কোন নীতিতে রাজনীতি আমার বুঝে আসেনা, 

অতএব একেই বলে, নীতিহীন রাজনীতির গন্তব্যহীন পথচলা। 

 

Tidak ada komentar yang ditemukan