শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কুষ্টিয়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নিজ হাতে পোস্টার ছিঁড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শুরু থেকেই তাঁর সঙ্গে ছিলেন শহর ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
কার্যক্রম চলাকালে মুফতি আমির হামজা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে বদ্ধপরিকর। কোনোভাবেই যেন এমন কিছু না করা হয়, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল।” তিনি আরও জানান, নির্বাচনের আগে পরিবেশ স্বচ্ছ রাখা এবং অপ্রয়োজনীয় প্রচার সামগ্রী অপসারণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখাই তাঁদের উদ্দেশ্য।
এরপর শহরের বিভিন্ন সড়ক, মার্কেট এলাকা, মোড় ও জনবহুল স্থানে দলীয় নেতাকর্মীরা পৃথকভাবে দলে দলে পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণে অংশ নেন। পুরো সময়জুড়ে ছিল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে নিয়মতান্ত্রিকভাবে কাজ সম্পন্ন করার চেষ্টা। দলীয় নেতাদের দাবি, এই উদ্যোগের মাধ্যমে তারা নির্বাচনী মাঠে একটি ইতিবাচক বার্তা দিতে চায়—যে নির্বাচন হবে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং আচরণবিধি অনুযায়ী।



















