জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন, “সংস্কার ও জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার অসম্পূর্ণ রেখে আমরা নির্বাচন করতে পারি না।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারকে বলছি, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী করুণ, তবে নির্বাচনের আগে সংস্কার ও বিচার সম্পূর্ণ করুন এবং সেই পরিকল্পনার রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করুন।”
তিনি ভোট প্রার্থীদের উদ্দেশে বলেন, “রাজনৈতিক দলগুলোকে মানুষের কাছে যেতে হবে, শহীদ পরিবারের কাছে যেতে হবে। তখনই প্রশ্ন উঠবে, কতটুকু বিচার হয়েছে, কতটুকু সংস্কার হয়েছে।”
আহ্বায়ক নাহিদ আরও বলেন, “অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি নিয়েই সরকার গঠন করেছে। তাদের প্রতিশ্রুতি হচ্ছে বিচার, সংস্কার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। এই প্রতিশ্রুতি বাস্তবায়ন তাদের কর্তব্য।”
সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পথসভায় বিহারি জনগোষ্ঠীকে বলেন, “বাংলাদেশের প্রতিটি মানুষের ধর্ম, জাতি, সম্প্রদায় ও ভাষাগত পরিচয় আলাদা হতে পারে, কিন্তু আমরা নাগরিক হিসেবে একই রাষ্ট্রে বাস করি। রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও রাজনৈতিক-অর্থনৈতিক অধিকার সবারই পাওয়ার অধিকার রয়েছে।”
তিনি বলেন, “আমরা গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র চাই। এই স্বপ্নই জুলাই গণ-অভ্যুত্থানের পেছনে ছিল।”
জেনেভা ক্যাম্পে পথসভা শেষে মোহাম্মদপুর টাউনহলে নাহিদ ইসলাম বলেন, “আমরা প্রচারণায় আসিনি, বরং আপনাদের কথা বলতে এসেছি। আমাদের প্রজন্ম বিগত দেড় দশকে নির্যাতিত হয়েছে, নীপিড়িত হয়েছে। আমরা এমন সরকারের অধীনে ছিলাম যেখানে শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা ছিল না।”
তিনি জানান, “জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল কর্মসংস্থানের দাবিতে। তরুণরা তাদের ন্যায্য অধিকারের জন্য রাজপথে নেমেছিল। আমরা আর জীবন দিতে রাজপথে নামতে চাই না, তবে ইতিহাস বলে বারবার নামতে হয়। এবারের গণঅভ্যুত্থান সফল হোক, আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করবো।”
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা বলেন, “আমরা এমন কোনো বাংলাদেশ চাই না যেখানে কেউ রাস্তায় নেমে খুন বা গুম হয়। আমরা এমন ব্যবস্থায় ফিরতে চাই না যেখানে রাষ্ট্র কোনও পক্ষের হয়ে কাজ করে। রাষ্ট্র কাজ করবে সকল নাগরিকের জন্য—এটাই আমাদের লক্ষ।”
পথসভা শেষে নাহিদ ইসলাম মোহাম্মদপুরের বিভিন্ন মোড়ে পথসভা করেন। তার সঙ্গে ছিলেন দলীয় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।



















