close
  
  
         
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
					আওয়ামী লীগকে নির্বাচনে আনা হবে কি না—এই প্রশ্ন তুলে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের একটি বড় অংশ আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় না। তারা চায় বিচার শেষ করে তারপর নির্বাচন হোক। আজকের সিদ্ধান্ত শুধু বর্তমান নয়, আগামী ১০, ২০ কিংবা ৫০ বছরের প্রভাব ফেলতে পারে।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন যদি ২০২৪ বা ২০২৫ সালে হয়, তবে জনগণের আস্থা নষ্ট হবে। এসব দিক মাথায় রেখে আমাদেরকে নির্বাচনের পথ নির্ধারণ করতে হবে।’
তিনি প্রশ্ন তোলেন, ‘আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে আসে, তবে দেশে কি মারামারি ও রক্তপাত শুরু হবে? এই বিষয়গুলো নিয়ে সবার আলাপ-আলোচনা করা উচিত। কারণ, সঠিক আলোচনার মাধ্যমেই এসব প্রশ্নের সমাধান সম্ভব।’
নির্বাচন নিয়ে প্রশ্ন ও সমাধানের দাবি
বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করতে চায়। তবে আমরা বিশ্বাস করি, একটি নির্বাচিত সরকারই কেবল সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারে। এজন্য দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনই দেশের জন্য মঙ্গলজনক।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা নির্বাচন নিয়ে কিছুটা ধারণা পেয়েছি, যা ইতিবাচক। তবে আমরা আরও আশ্বস্ত হতাম যদি রোডম্যাপটি স্পষ্ট হতো। বিশেষ করে, নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া সম্পর্কে আরও পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন।’
অর্থনৈতিক স্থবিরতার কারণ
রুমিন ফারহানা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার কারণ রাজনৈতিক অস্থিরতা। বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, নির্বাচিত সরকারের অধীনেই অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কারের রোডম্যাপ দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে।’
ভবিষ্যতের প্রশ্ন ও চ্যালেঞ্জ
তিনি আরও বলেন, ‘আমাদের সামনে অনেক প্রশ্ন রয়েছে। আগামী নির্বাচন কবে হবে? তাতে কি সব রাজনৈতিক দল অংশ নেবে? আমাদের সত্য স্বীকার করে এগোতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর জন্য সবার অংশগ্রহণমূলক নির্বাচনই একমাত্র সমাধান।’
রুমিন ফারহানার এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশে সুষ্ঠু নির্বাচন এবং স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলো কীভাবে ভূমিকা রাখবে, তা নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			