বিজিবি জানায়, বুধবার (২১ জানুয়ারি) রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় ৫৪ বিজিবির জুপুই বিওপির কমান্ডারের নেতৃত্বে সাজেক, বাঘাইছড়ি উপজেলার দুর্গম ও নির্ঝুম পাহাড়ি এলাকা জুপুই পাড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও মানুষের পারাপার রোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভয়ভীতি দূর করে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য স্থানীয় জনগণকে আশ্বস্ত করা হয়।
বিজিবি কর্তৃপক্ষ জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দুর্গম সীমান্ত এলাকায় এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



















