close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নির্বাচন উপলক্ষে দুর্গম পাহাড়ে বিজিবির জনসচেতনতামূলক সভা..

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুর্গম পাহাড়ি অঞ্চলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।..

বিজিবি জানায়, বুধবার (২১ জানুয়ারি) রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় ৫৪ বিজিবির জুপুই বিওপির কমান্ডারের নেতৃত্বে সাজেক, বাঘাইছড়ি উপজেলার দুর্গম ও নির্ঝুম পাহাড়ি এলাকা জুপুই পাড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও মানুষের পারাপার রোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভয়ভীতি দূর করে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য স্থানীয় জনগণকে আশ্বস্ত করা হয়।

বিজিবি কর্তৃপক্ষ জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দুর্গম সীমান্ত এলাকায় এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Aucun commentaire trouvé


News Card Generator