close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
পঞ্চগড়: বিকেলের ব্যস্ত বাজারে ছুটে চলা নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় প্রাণ হারালেন একজন নারী, আহত হলেন অন্তত ১৪ জন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নারী হোসনে আরা মালা (৪২) পঞ্চগড় পৌরসভার বাসিন্দা এবং এনজিও ‘আশা’র মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তিনি সহকর্মীর মোটরসাইকেলে অফিস থেকে ফিরছিলেন। দ্রুতগামী বাসটি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আহতদের মধ্যে ৫ জন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ৯ জন প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য
তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী নুসাইবা এক্সপ্রেস নামের বাসটি পঞ্চগড় বাজারের কাছে নিয়ন্ত্রণ হারায়। বাসটি একের পর এক যানবাহন ও পথচারীকে ধাক্কা দিতে থাকে। ইজিবাইক চালক আফজাল হোসেন জানান, "পেছন থেকে বাসের চাপা দেওয়ার চিৎকার শুনে আমি বাঁ দিকে চাপানোর চেষ্টা করলেও ইজিবাইকটি আটকে যায় এবং বাস আমাকে প্রায় ৬০ গজ টেনে নিয়ে যায়।"
পুলিশের পদক্ষেপ
পুলিশ বাসটি জব্দ করেছে এবং চালকের সহকারী সুমন ইসলামকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। স্থানীয়রা ধারণা করছেন, বাসটির ব্রেক ফেল করেছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আংশিক ভাঙচুর করে। বিক্ষুব্ধ জনতার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী জানিয়েছেন, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং মামলা প্রক্রিয়াধীন।
এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকার মানুষের মাঝে শোকের ছায়া ফেলেছে।
कोई टिप्पणी नहीं मिली