close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ..

SAKIL ISLAM avatar   
SAKIL ISLAM
নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ
নীলফামারী প্রতিনিধি:
সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখার উদ্যোগে নীলফামারী রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার সামগ্রী ব..

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ

নীলফামারী প্রতিনিধি:

সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখার উদ্যোগে নীলফামারী রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. মোঃ আব্দুল আউয়াল, কনসালটেন্ট (শিশু বিভাগ), ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নীলফামারী। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাকিল ইসলাম, আহ্বায়ক, সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখা। তিনি বলেন, “মানবিক বাংলাদেশ গড়তে সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবুজ বাংলাদেশ সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে।”

এসময় আরও উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সদস্য আফরোজা মিমি, জবা রায়, রাকিবুল ইসলাম রোহান, মোঃ আশিকুজ্জামান আশিকসহ অন্যান্য ভলান্টিয়ারবৃন্দ।

উল্লেখ্য, সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখা নিয়মিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator