দীর্ঘ প্রতীক্ষা আর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের শীর্ষ পর্যায় থেকে তার হাতেই ধানের শীষের টিকিট তুলে দেওয়া হয়েছে।
অবশেষে ‘কনফার্ম’ হলো টিকিট বিএনপি নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের এই হেভিওয়েট নেতার মনোনয়ন নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরেই চলছিল তুমুল আলোচনা। ডোমার ও ডিমলা উপজেলার বিএনপি এবং শরিক দলের নেতাকর্মীদের মাঝে প্রশ্ন ছিল কে হচ্ছেন এই গুরুত্বপূর্ণ আসনের জোট প্রার্থী? সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাওলানা আফেন্দীর ওপরই আস্থা রাখল হাইকমান্ড।
নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবরে নীলফামারী-১ আসনের বিএনপি ও জমিয়তের নেতাকর্মীদের মাঝে খুশির বন্যা বইছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী একজন পরিচ্ছন্ন ইমেজের জাতীয় নেতা। তিনি জোটের প্রার্থী হওয়ায় এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামবেন।
চ্যালেঞ্জ ও সম্ভাবনা নীলফামারী-১ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাওলানা আফেন্দী তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘‘জোটের শীর্ষ নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, ইনশাআল্লাহ ডোমার-ডিমলার জনগণকে সাথে নিয়ে আমি তার প্রতিদান দেব। এই বিজয় হবে গণতন্ত্রকামী মানুষের বিজয়।’’



















