close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নেত্রকোনার পাহাড়ি এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে দোকানি গ্রেপ্তার..

Md Humayun avatar   
Md Humayun
নেত্রকোনার পাহাড়ি এলাকার একটি গ্রামের প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে চকলেট দেয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদিদোকানির বিরুদ্ধে।..

শিশুর বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার ওই দোকানিকে গ্রেপ্তার করে কলমাকান্দা থানার পুলিশ। পরে দুপুরে থাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে বুধবার রাতে মুদি দোকানি ওয়াহেদ আলীর (৬০) বিরুদ্ধে মামলাটি দায়ের করেন শিশুর বাবা।

 

ওয়াহেদ আলী উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের মৃত সাত্তারের ছেলে।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটি প্রায় সময়ই চকলেট, বিস্কুট ও অন্যান্য খাবার সামগ্রী কিনতে ওয়াহেদ আলীর দোকানে যেত। 

সে ওয়াহেদ আলীকে নানা বলে ডাকতো। গত রোববার দুপুর ২টার দিকে শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে ডেকে নিয়ে যান ওয়াহেদ আলী। 

এ সময় তিনি শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে শিশুটিকে পাশবিক নির্যাতন করেন।

পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মা বাবার কাছে বিষয়টি খুলে বলে। এদিকে স্থানীয় ভাবে রাজনৈতিক দল ও গ্রাম্য কিছু মাতব্বর মীমাংসার চেষ্টাও করেন।

অবশেষে শিশুর বাবা বুধবার কলমাকান্দা থানায় ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন।  

 

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনাটি আমরা বুধবার জানতে পেরে ওই দিনই বৃদ্ধকে আটক করা হয়। 

রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। 

এ মামলায় অভিযুক্ত ওয়াহেদ আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator