নেতাকর্মীদের রাজপথে নামার আহবান মির্জা ফখরুলের, ‘আবার ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হতে হবে

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ আগস্টের মতো নেতাকর্মীদের আবারও রাজপথে নামার আহবান জানিয়েছেন। সোমবার ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত একট
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ আগস্টের মতো নেতাকর্মীদের আবারও রাজপথে নামার আহবান জানিয়েছেন। সোমবার ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত একটি জনসভায় তিনি বলেন, দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে, যা এখনো শেষ হয়নি। এজন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানান। বিকাল ৪টা ৩২ মিনিটে মির্জা ফখরুল ছোট ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের সাথে মঞ্চে উঠেন। সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা কি সত্যিই পরিবর্তন চান, নাকি আবারও আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান?" তার এই প্রশ্নের পর নেতাকর্মীরা 'না' বললে তিনি বলেন, "যেভাবে ৫ আগস্ট রাস্তায় নেমেছিলাম, আবারও ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে, অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার, ভাতের অধিকার এবং ন্যায়বিচারের জন্য।" এ জনসভায় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও ছিলেন। মির্জা ফখরুল বক্তৃতায় আওয়ামী লীগের দুঃশাসন তুলে ধরে বলেন, "আমরা শান্তিতে থাকতে চাই, একটি মুক্ত এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চাই।" তিনি আরও বলেন, "আমরা ১৫-১৬ বছর ধরে রক্ত দিয়েছি, অনেক কষ্ট ভোগ করেছি। এখন শান্তিতে থাকতে চাই, যেখানে আমাদের উপর পুলিশের আক্রমণ হবে না, যেটা গত ১৫ বছর ধরে ছিল।" ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, "আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছিলাম, তবে স্বাধীনতার পর থেকেই হানাহানি ও হিংসা শুরু হয়েছে।" বিএনপির মহাসচিব বলেন, "এ দেশের স্বাধীনতা আমাদের রক্তে অর্জিত, এটি কারো দানে নয়। এই দেশ আমাদের, আমাদের মাটি, আমাদের মানুষ। আমাদেরই রক্ষা করতে হবে।" তিনি যোগ করেন, "আমরা প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সবাই মিলেমিশে শান্তিতে থাকতে পারে।" বিএনপির সরকার গঠন করলে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে এবং কৃষকদের ন্যায্যমূল্য, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, সাবেক ছাত্রনেতা ওবায়দুল্লাহ হক মাসুদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
Ingen kommentarer fundet