close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নাটোরে বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আ.লীগের ১৭ নেতাকর্মী কারাগারে..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলীসহ ১৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।..

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলীসহ ১৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এজাহারভুক্ত ১৯ আসামি। শুনানি শেষে বিচারক দুইজনের জামিন মঞ্জুর করলেও বাকি ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের এজলাস কক্ষ থেকে বের হয়ে হাজতখানায় নেওয়ার সময় আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এতে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


কারাগারে পাঠানো অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন।
নাটোর আদালতের পুলিশ পরিদর্শক মো. মোস্তফা কামাল জানান, “লালপুরের সংঘর্ষের ঘটনায় আসামিরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। জামিন শেষে আজ তারা আত্মসমর্পণ করে জামিন চাইলেও আদালত ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


উল্লেখ্য, ২০২৫ সালের ৩১ মার্চ লালপুর উপজেলার বলিতিতা ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের জেরে পরে মামলা দায়ের করা হয়।

Ingen kommentarer fundet