নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "নতুন বাংলাদেশে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ।" তিনি জোর দিয়ে বলেন, এই অধিকার প্রতিষ্ঠায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে এবং কোনো প্রতিকূলতাকে ছাড় দেবে না।
শনিবার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারীরা এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে
ড. ইউনূস বলেন, গণ-অভ্যুত্থানের সময় নারীরা সম্মুখসারিতে থাকলেও সমাজে এখনো তাদের পিছিয়ে পড়ার নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। তবে সরকার নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সমাজে তাদের ন্যায্য অবস্থান নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা
প্রধান উপদেষ্টা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, অনেক সময় নির্যাতিত নারীরা জানেন না কোথায় অভিযোগ করতে হবে। তাই সরকার একটি হটলাইন চালু করেছে, যেখানে নারীরা সহজেই তাদের অভিযোগ জানাতে পারবেন।
তিনি আরও বলেন, "সম্প্রতি মহিলাদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি ‘নতুন বাংলাদেশ’ গঠনের স্বপ্নের সম্পূর্ণ বিপরীত। আমরা এই ‘নতুন বাংলাদেশে’ নারী-পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। এই অধিকার রক্ষায় আমরা সব ধরনের শক্তি প্রয়োগ করব।"
🔹 নারী বিরোধী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান
ড. ইউনূস বলেন, নারী বিরোধী যে কোনো শক্তিকে দমন করতে সরকার ও জনগণ একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, “এখনো সমাজে এমন বহু মানুষ আছেন, যারা নারীদের পাশে দাঁড়ানোর পরিবর্তে তাদের খাটো করে দেখেন। কিন্তু নারী নির্যাতন ও বৈষম্য দূর করতে হলে এই মানসিকতা বদলাতে হবে।"
তিনি আরও বলেন, "আমরা যদি নারীদের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হই, তাহলে জাতি হিসেবে আমরা কখনোই এগিয়ে যেতে পারব না।"
ইতিহাসের বীর নারীদের অবদান স্বীকৃতি দেওয়া হবে
প্রধান উপদেষ্টা বলেন, "ইতিহাসের অনেক বীর নারীর অবদান আমরা ভুলে গেছি। তবে ‘জুলাই কন্যাদের’ আত্মত্যাগ আমরা কোনোভাবেই ভুলতে দেব না।" তিনি জানান, নারী অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে এগিয়ে আসতে হবে এবং নারীদের প্রতি সহানুভূতি ও সম্মানের মানসিকতা গড়ে তুলতে হবে।
নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
প্রধান উপদেষ্টা বলেন, "পতিত স্বৈরাচার দেশে অরাজকতা সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।"
তিনি আরও বলেন, "নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকতে হবে এবং নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। পাশাপাশি, সরকারকে সহযোগিতা করে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।