close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নারী ক্রিকেটে ইতিহাস গড়ে বিশ্বকাপ মিশনে দুর্দান্ত সূচনা বাংলাদেশের! থাইল্যান্ডকে হারাল ১৭৮ রানে..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি, শারমিনের অবিচল ইনিংস ও ফাহিমা-জান্নাতুলের বিধ্বংসী বোলিং—সব মিলিয়ে এক মহাকাব্যিক জয় তুলে নিল টাইগ্রেসরা। শুরুতেই বিশ্বকে জানিয়ে দিল তারা কেবল অংশ নিতে আসেনি, জিততেই এসে..

নারী ক্রিকেটে রেকর্ড গড়ে বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ নারী দল। নিখুঁত পরিকল্পনা, শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্স আর বিধ্বংসী বোলিং—সব মিলে প্রতিপক্ষ থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে টাইগ্রেসরা।

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচেই এমন একটি মহাবিজয়ে রীতিমতো উল্লাসে ভাসছে বাংলাদেশ শিবির। এই জয় শুধু পয়েন্ট টেবিলেই নয়, আত্মবিশ্বাসের পাল্লাতেও বেশ কিছু কিলো ওজন বাড়িয়ে দিয়েছে।

 পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস
এই ম্যাচের আগে রানের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ১৫৪ রানে, আয়ারল্যান্ডের বিপক্ষে। এবার সেই রেকর্ড ভেঙে ১৭৮ রানের জয় দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করল মেয়েরা।

 ব্যাট হাতে রাজত্ব করলেন নিগার ও শারমিন
টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা একটু ধীর হলেও, দ্বিতীয় উইকেট জুটিতে জমে যায় ব্যাটিং মেলা। ওপেনার ইশমা তানজিম দ্রুত ফিরে গেলেও (৮), এরপর ক্রিজে নেমে খেলা ধরে রাখেন ফারজানা হক (৫৩) ও শারমিন আখতার। তবে সবচেয়ে আলো ছড়িয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি—মাত্র ৮০ বলে গড়া ১০১ রানের সেঞ্চুরিতে, যা সাজানো ছিল ১৫টি চার ও একটি দারুণ ছক্কায়।

অন্যপ্রান্তে শারমিন আখতার ছিলেন স্থিরতায় ভরপুর। পুরো ইনিংস জুড়ে একবারও উইকেট না হারিয়ে তিনি ৯৪ রানে অপরাজিত থাকেন। নিগার-শারমিনের ১৫০ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপেই স্কোরবোর্ডে উঠে যায় শক্তিশালী ২৭১ রান ৩ উইকেট হারিয়ে।

 থাইল্যান্ডের বিপর্যয়, ফাহিমা-জান্নাতুলের তাণ্ডব
ব্যাটিংয়ের পর বোলিংয়েও বাংলাদেশ ছিল অপ্রতিরোধ্য। থাইল্যান্ডের ব্যাটাররা যেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েন। ফাহিমা মাত্র ৮.৫ ওভারে ২১ রানে তুলে নেন ৫ উইকেট। আর জান্নাতুল মাত্র ৫ ওভারে ৭ রান দিয়ে নেন সমান ৫ উইকেট—অবিশ্বাস্য স্পেল!

থাইল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে, ২৮.৫ ওভারে। ব্যাটিং-বোলিং উভয় দিক থেকেই এ যেন একদম একতরফা ম্যাচ।

 সুস্পষ্ট বার্তা পুরো টুর্নামেন্টের জন্য
এই বিশাল জয় শুধু ২ পয়েন্ট নয়, প্রতিপক্ষদের জন্য এক রকম হুঁশিয়ারি। স্পষ্ট বার্তা—বাংলাদেশ নারী দল শুধু কোয়ালিফায়ারে অংশ নিতে আসেনি, তারা এসেছে দাপট দেখাতে, এবং শিরোপার লড়াই করতে।


ম্যাচসারাংশ:

বাংলাদেশ নারী দল: ২৭১/৩
(নিগার সুলতানা ১০১, শারমিন আখতার ৯৪*)

থাইল্যান্ড নারী দল: ৯৩ অলআউট
(ফাহিমা খাতুন ৫/২১, জান্নাতুল ফেরদৌস ৫/৭)

ফল: বাংলাদেশ জয়ী ১৭৮ রানে
রেকর্ড: রানের ব্যবধানে বাংলাদেশের নারীদের ইতিহাসে সবচেয়ে বড় জয়

No comments found