close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
আয়োজক ইন্ডিয়া হলেও এবারের আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে ভারত সহ শ্রীলঙ্কাতে। প্রতিটি দল ই ৭ টি করে ম্যাচ খেলবে৷..

৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে নারী বিশ্বকাপ ২০২৫। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতে নয়, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে (২ অক্টোবর)। ৭ অক্টোবর ইংল্যান্ড ম্যাচের জন্য ভারতে আসবে নিগার সুলতানার দল। ম্যাচ ভেন্যু : গুয়াহাটি। 

১০, ১৩ ও ১৬ অক্টোবর পরের তিন ম্যাচে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই তিনটি ম্যাচের ভেন্যু ভারতের বিশাখাপট্টনম। ২০ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর বেঙ্গালুরু ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।

ভারত পাকিস্তান যুদ্ধের কারণে ও রাজনৈতিক অস্থিরতার কারণে আসরকে রাউন্ড রবিন পদ্ধতিতে আয়োজন করা হয়েছে৷ পাকিস্তান তাদের সব ম্যাচ কলম্বো তে খেলবে। পাকিস্তান যদি সেমিফাইনালে যায়, তাহলে একটি সেমিফাইনাল ম্যাচ কলম্বো তে এবং ফাইনালে গেলে সেই ম্যাচটিও কলম্বো তে হবে। লিগ পর্বের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল।

একটি সেমিফাইনাল ম্যাচ ও ফাইনালে ম্যাচের ভেন্যু নির্ভর করছে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রার উপর। 

لم يتم العثور على تعليقات


News Card Generator