নারায়নগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী চুন্নু গ্রেফতার 

GK Shohag avatar   
GK Shohag
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়নগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী, ১৪টি মামলার পলাতক আসামি ও কথিত যুবলীগ নেতা মো. মোফাজ্জল হোসেন চুন্নু (৫০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার (২১ মে) দুপুরে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোফাজ্জল হোসেন চুন্নু নয়ামাটি (কুতুবপুর) এলাকার মৃত তালেব হোসেনের ছেলে।

বুধবার (২১মে ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

র‌্যাব জানায়, চুন্নুর বিরুদ্ধে হত্যাচেষ্টা, বিস্ফোরক আইন, মাদক, চুরিসহ বিভিন্ন অভিযোগে ফতুল্লা মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। সর্বশেষ, চলতি বছরের জানুয়ারিতে ফতুল্লার পূর্ব লামাপাড়া নয়ামাটি এলাকায় এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ছিল চুন্নু।

র‌্যাব-১১ মামলাটির ছায়া তদন্ত সাপেক্ষে, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুন্নুকে গ্রেপ্তার করে।

চুন্নুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 

Aucun commentaire trouvé