Nenhum comentário encontrado
Você tem 18 anos ou mais?
বৃহস্পতিবার (১ মে) রাতে পাগলা বাজার এলাকার আফসার করিম প্লাজা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু ওই এলাকার আফসার করিমের ছেলে ও লোহা ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রাতে ব্যবসায়ী জাহিদুল ইসলাম ফলের দোকান থেকে ফল কিনছিলেন। ফল কেনা শেষে তিনি প্রাইভেট কারে উঠতে গেলে দুই জন যুবক মোটরসাইকেল থেকে নেমে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি তিন রাউন্ড গুলি ছোঁড়ে। ওই সময় নান্টু মিয়া তার প্রাইভেট কারে উঠে দ্রুত ফতুল্লার দিকে চলে যান। হামলার পর অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলে করে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।’
ব্যবসায়ী নান্টুর বেয়াই কিশোর আহমেদ বলেন, নান্টু লোহার ব্যবসা করে ও আফসার করিম প্লাজায় তার দোকান রয়েছে। আজ মালামাল বিক্রির টাকা তার প্রাইভেট কারে রেখে ফলের দোকান থেকে ফল কিনছিলেন। এ সময় তাকে লক্ষ্য গুলি করে সন্ত্রাসীরা। তার হাতে, বুকে ও পেটে তিনটি গুলি লাগে। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি ছুড়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, অপরাধীদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Notícias do distrito • 4,418 Visualizações
Notícias do distrito • 3,652 Visualizações
Notícias do distrito • 1,935 Visualizações