নারায়ণগঞ্জ থেকে মাহফুজ জাহিদ:
উৎসবের আমেজ আর গণতান্ত্রিক চেতনায় অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। সকল কৌতূহল ও জল্পনার অবসান ঘটিয়ে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিল আবু সাউদ মাসুদ - আফজাল হোসেন পন্টি নেতৃত্বাধীন প্যানেল। সাংবাদিকদের ঐক্য, সংহতি ও পেশাগত উন্নয়নের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়া এই প্যানেল প্রতিটি পদেই বিপুল ব্যবধানে জয়লাভ করেছে।
নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ
বৃহস্পতিবার (২৭ জুন) নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয় দ্বিবার্ষিক সাধারণ সভার পরপরই। ক্লাবের নিবন্ধিত ৭৯ ভোটারের মধ্যে উপস্থিত ছিলেন ৭৬ জন। যা নির্বাচনে এক ঐতিহাসিক অংশগ্রহণ হিসেবে বিবেচিত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৭টি ভোট কারিগরি কারণে বাতিল হয়।
নির্বাচন কমিশনের দক্ষ ব্যবস্থাপনা
এই গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল তিন সদস্যবিশিষ্ট একটি নিরপেক্ষ কমিশন, যার নেতৃত্ব দেন বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা। তাঁর সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নবী হোসেন। তাঁদের সুষ্ঠু তদারকিতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
বিপুল ভোটে বিজয়ীদের তালিকা
-
সভাপতি: আবু সাউদ মাসুদ – ৪৩ ভোট
প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মাসুম পেয়েছেন ১৬ ভোট, শাহ আলম ১০ ভোট। -
সাধারণ সম্পাদক: আফজাল হোসেন পন্টি – ৫২ ভোট
প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ১৭ ভোট। -
সহ-সভাপতি: বিল্লাল হোসেন রবিন – ৪৪ ভোট
-
যুগ্ম সম্পাদক: আহসান সাদিক শাওন – ৫৭ ভোট
-
কোষাধ্যক্ষ: আনিসুর রহমান জুয়েল – ৫৩ ভোট
-
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: লুৎফর রহমান কাকন – ৫৫ ভোট
-
কার্যকরী সদস্য:
-
রফিকুল ইসলাম জীবন – ৬৬ ভোট
-
আরিফ আলম দিপু – ৫০ ভোট
-
আব্দুস সালাম – ৪৫ ভোট
-
মাহফুজুর রহমান – ৪৩ ভোট
-
প্রণব কৃষ্ণ রায় – ৪২ ভোট
-
নবনির্বাচিতদের প্রতিক্রিয়া
বিজয়ের পর আবেগঘন বক্তব্যে নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ বলেন,
“এই জয় শুধু আমার বা আমাদের নয়, এটি ক্লাবের প্রতিটি সদস্যের জয়। আমরা যেভাবে ঐক্য, অগ্রগতি ও পেশাগত মানোন্নয়নের বার্তা দিয়েছিলাম, সদস্যরা সাড়া দিয়েছেন। আমরা কথা দিচ্ছি—এই বিশ্বাসের মর্যাদা রাখব।”
সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন,
“ভোটাররা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তা ভোলার নয়। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
পরিশেষে...
এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হলো—সাংবাদিক সমাজ এখন একতাবদ্ধ নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে। মাসুদ-পন্টি প্যানেলের নিরঙ্কুশ বিজয় শুধু একটি নির্বাচনী ফল নয়, এটি সাংবাদিকতা পেশায় ন্যায়, ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের জয়।