সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মিছিল করে আসতে দেখা যায় নেতাকর্মীদের। শুধু রাজধানী নয়—দূরদূরান্ত থেকেও এসেছে কর্মীরা। সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মীরা ইতোমধ্যেই নয়াপল্টনের আশপাশে অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে মূল মঞ্চও প্রস্তুত।
বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের তরুণ কর্মীরা ব্যানার, টি-শার্ট, মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশস্থলে প্রবেশ করছেন। চারদিক গর্জে উঠছে স্লোগানে—"তারুণ্যের জাগরণ চাই", "গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে", "তারেক ভাইয়ের নেতৃত্বে একতাবদ্ধ তারুণ্য।" সমাবেশ প্রাঙ্গণে প্রতিটি কণ্ঠ যেন হয়ে উঠেছে এক দাবির প্রতিধ্বনি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি তিনি বক্তৃতা দেবেন বলে জানা গেছে। তার এই বক্তব্যকে ঘিরেই যেন উত্তাপ ছড়িয়েছে নেতাকর্মীদের মধ্যে। অনেকে মোবাইল, ফেসবুক লাইভ ও মেসেঞ্জারে খবর ছড়িয়ে দিচ্ছেন, “দেখো দেখো! তারেক ভাই কথা বলবেন!”
সামগ্রিকভাবে পুরো এলাকা সাজানো হয়েছে পোস্টার, ব্যানার, এবং মাইকে বাজছে গান—যার মূল উপজীব্য সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের সংগ্রামী রাজনৈতিক জীবন। এ যেন তারুণ্যের বিদ্যুৎচ্ছটার মত এক প্রতিবাদী উৎসব।
আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
এত বড় কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাও চোখে পড়ার মতো। নয়াপল্টন ও আশপাশের এলাকায় পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র্যাব সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মে মাসজুড়ে ছিল তারুণ্যকেন্দ্রিক কর্মসূচি
তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে গত মে মাসজুড়েই নানা কর্মসূচি পালন করেছে বিএনপির অঙ্গসংগঠনগুলো। এর অংশ হিসেবেই নয়াপল্টনের এই সমাবেশ। তার আগেই চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় হয়েছিল বড় আকারের সেমিনার ও সমাবেশ। আজকের এই তারুণ্যের সমাবেশ সেই ধারাবাহিকতার সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
শেষ কথা
নয়াপল্টনের এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হয়ে উঠেছে তরুণদের রাজনৈতিক চেতনা জাগরণের এক মহামঞ্চ। লন্ডন থেকে তারেক রহমানের ভাষণ, সারাদেশ থেকে আগত তরুণদের উপস্থিতি, স্লোগান, ব্যানার আর উচ্ছ্বাস—সব মিলিয়ে নয়াপল্টন আজ যেন হয়ে উঠেছে এক রাজনৈতিক আগুনে উত্তাল তরুণদের সমুদ্রস্রোত!



















