নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান আরিফুর রহমানের ওপর সংঘটিত বর্বরোচিত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় নাগরপুর উপজেলা গেটের সামনে নাগরপুর উপজেলার সকল বিক্রয় প্রতিনিধি সমিতির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্রয় প্রতিনিধিদের সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে ডেলিভারিম্যান আরিফুর রহমান নাগরপুর উপজেলার শাহজানি বাজারে পণ্য সরবরাহ করতে যাচ্ছিলেন। শাহজানি বাজারে যাওয়ার একমাত্র সড়কটি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার মূল সড়কের ওপর দিয়ে অবস্থিত।
অভিযোগ অনুযায়ী, ওই সড়ক দিয়ে যাওয়ার সময় চৌহালী উপজেলার প্রাণ কোম্পানির পরিবেশক মোঃ আরিফ হোসেন আরিফুর রহমানকে বাধা দেন। পরিবেশকের ধারণা ছিল, আরিফুর রহমান তার এলাকা চৌহালী বাজারে পণ্য ডেলিভারি দিতে যাচ্ছেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিবেশক আরিফ হোসেনের নির্দেশে তার সেলসম্যান শরীফ ও ইউসুফ অতর্কিতভাবে আরিফুর রহমানের ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা ভ্যান থেকে প্রায় ৮০ হাজার টাকার পণ্য ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নাগরপুর বিক্রয় প্রতিনিধি সমিতির সভাপতি মোঃ আনিসুর রহমান বলেন,
“একজন শ্রমজীবী মানুষের ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করার দাবি জানাচ্ছি।”
সমিতির সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী বলেন,
“আমরা ইতোমধ্যে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ডিলার সমিতিকে বিষয়টি অবহিত করেছি। দ্রুত সুষ্ঠু সমাধান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আমরা কঠোর আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হব।”
মানববন্ধনে নাগরপুর উপজেলার বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন। তারা ভুক্তভোগী আরিফুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে বিক্রয় প্রতিনিধিদের সুরক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।



















