close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নাগরপুর দপ্তিয়র ইউনিয়নে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুর দপ্তিয়র ইউনিয়নে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে আইনশৃঙ্খলা ও  সার্বিক পরিস্থিতি নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৫শে,জুন) দপ্তিয়র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা  অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি  এম. ফিরোজ সিদ্দিকী।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর  উপজেলা নির্বাহী  অফিসার  (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম এবং নাগরপুর উপজেলা আর্মি ক্যাম্পের কর্মকর্তা ।

 

এ সময় এলাকা বাসী তাদের  সমস্যার  কথা তুলে ধরনে বলেন,অনেকেই তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন এবং ইউএনও, ওসি ও আর্মি ক্যাম্পের কর্মকর্তারা তা মনোযোগ দিয়ে শোনেন ও সমাধানের আশ্বাস দেন।

বক্তারা জনগণের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশাসন এবং জনগণের সমন্বয়েই টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

এ সময় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মাদক, জমিজমা সংক্রান্ত বিরোধ, চাঁদাবাজি, সড়ক নিরাপত্তা, পরিবেশ দূষণসহ বিভিন্ন সমস্যা ও জননিরাপত্তা বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

এ ধরনের জনমুখী আয়োজন নিয়মিত করার আহ্বান জানান স্থানীয়রা।

সভায় আরও উপস্থিত ছিলেন, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সরকার, প্যানেল চেয়ারম্যান তারা মিয়াসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও অত্র এলাকার  সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator