নাগরপুর দপ্তিয়র ইউনিয়নে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুর দপ্তিয়র ইউনিয়নে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে আইনশৃঙ্খলা ও  সার্বিক পরিস্থিতি নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৫শে,জুন) দপ্তিয়র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা  অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি  এম. ফিরোজ সিদ্দিকী।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর  উপজেলা নির্বাহী  অফিসার  (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম এবং নাগরপুর উপজেলা আর্মি ক্যাম্পের কর্মকর্তা ।

 

এ সময় এলাকা বাসী তাদের  সমস্যার  কথা তুলে ধরনে বলেন,অনেকেই তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন এবং ইউএনও, ওসি ও আর্মি ক্যাম্পের কর্মকর্তারা তা মনোযোগ দিয়ে শোনেন ও সমাধানের আশ্বাস দেন।

বক্তারা জনগণের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশাসন এবং জনগণের সমন্বয়েই টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

এ সময় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মাদক, জমিজমা সংক্রান্ত বিরোধ, চাঁদাবাজি, সড়ক নিরাপত্তা, পরিবেশ দূষণসহ বিভিন্ন সমস্যা ও জননিরাপত্তা বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

এ ধরনের জনমুখী আয়োজন নিয়মিত করার আহ্বান জানান স্থানীয়রা।

সভায় আরও উপস্থিত ছিলেন, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সরকার, প্যানেল চেয়ারম্যান তারা মিয়াসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও অত্র এলাকার  সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

نظری یافت نشد


News Card Generator