close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলির বিরোধিতা

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও নারী অধিকারকর্মী নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলির সিদ্ধান্ত ঘিরে তীব্র বিরোধিতা দেখা দিয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও নারী অধিকারকর্মী নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলির সিদ্ধান্ত ঘিরে তীব্র বিরোধিতা দেখা দিয়েছে। ইসলাম ও ধর্মীয় ব্যক্তিত্বদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে শিক্ষার্থীরা তার যোগদানে বাধা চেয়ে কলেজ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকের কাছে পৃথক দুটি স্মারকলিপি জমা দিয়েছেন।

 
মঙ্গলবার (২৭ মে '২৫) দুপুর ১২টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আল মুস্তানছির বিল্লাহ’র কাছে প্রথম স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। এরপর বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের হাতে দ্বিতীয় স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো—নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দেওয়া, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে ইসলাম বিদ্বেষী কাউকে সাতক্ষীরার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি বা নিয়োগ না করা।
Walang nakitang komento


News Card Generator