close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মুক্তাগাছায় প্রবাসীর বাড়ি দখলকারী আ.লীগের নেতাসহ দুইজন গ্রেফতার..

Md Sohel Rana avatar   
Md Sohel Rana
ময়মনসিংহের মুক্তাগাছায় প্রবাসীর বাড়ি দখলকারী আ.লীগ নেতা সোহেল মিয়াসহ দুইজনকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ।..

গ্রেফতারকৃতরা হলেন- মুক্তাগাছা উপজেলার ১নং দুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  সোহেল মিয়া ও পৌরসভার ৫ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো.নবী হোসেন।

শুক্রবার দুল্লা এলাকায় সোহেলকে এবং পাড়াটঙ্গী থেকে নবীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান,তাদের বিরুদ্ধে আগস্টের ৭ তারিখের হামলা ও ভাঙচুর মামলা রয়েছে। উক্ত মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য,দুল্লা ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়ার বিরুদ্ধে এলাকার সুদি কারবারি মাধ্যমে সাধারণ মানুষের হয়রানি করাসহ সুদের টাকা পরিশোধ না করায় নয়ছয় দলিলের মাধ্যমে জোরপূর্বক প্রবাসীর বাড়ী দখলের অভিযোগ রয়েছে।  

Keine Kommentare gefunden


News Card Generator