close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মুক্তাগাছায় ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার 

Md Sohel Rana avatar   
Md Sohel Rana
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৭ নং ঘোগা ইউনিয়নে ডলার প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ তাদের গ্রেফতার করে।..

গ্রেফতারকৃতরা হলেন: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মৃত কাসেমের ছেলে মোঃ স্বপন (২৮). মুক্তাগাছা উপজেলার বিজয়পুর গ্রামের শামসুল হকের ছেলে শহীদ (৪৫), বিল্লাল হোসেনের ছেলে জামাল (২৮), মৃত আতিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৪৮), আকবর আলীর ছেলে মো. জালাল (৩২)।

উল্লেখ্য, টাঙ্গাইলের মধুপুর ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সীমান্তবর্তী কিছু এলাকায় রসুলপুর বনের ভেতর ও আশেপাশের একটি চক্র দীর্ঘদিন ধরে ডলার কেনা-বেচার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। প্রতারণার শিকার হয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ডলারের লোভের ফাদে পড়া মানুষ। এদের মধ্যে অনেকেই থানায় অভিযোগ করেন।

মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানায়,২ লক্ষ ৭০ হাজার বাংলাদেশি টাকার বিনিময়ে অধিক পরিমাণ ডলারের লোভে এমন ঘটনা ঘটছে। গ্রামবাসী তথ্য দিয়ে সহায়তা করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে গ্রেফতার করে। আসামীদের গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে

Ingen kommentarer fundet