close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
ঢাকা, ৯ জানুয়ারি: সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা ১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা প্রদান করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন এবং শুনানিতে দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর বিচারক আদেশটি দেন।
মামলায় বলা হয়েছে, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও রেলওয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজনৈতিক প্রভাবের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন কালবেলা এ বিষয়ে নিশ্চিত করেছেন, এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
No comments found