মতলব উত্তরে হামলায় চোখ হারানো যুবদল নেতার খোঁজ খবর নিতে হাসপাতালে তানভীর হুদা।..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

হামলায় চোখ হারানো যুবদল নেতার খোঁজ নিলেন তানভীর হুদা

শহিদুল ইসলাম খোকন : 
চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির মিছিলে হামলায় আহত হয়ে চোখ হারানো যুবদল নেতার খোঁজ খবর নিতে হাসপাতালে যান চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে তিনি ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকারকে দেখতে যান। এসময় তিনি মামুন সরকারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, আহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
হাসপাতাল থেকে ফিরে তিনি তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে লেখেন— "হে আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মতলব উত্তরের যুগ্ম আহ্বায়ক মামুনকে দ্রুত সুস্থতা দান করুন এবং ধৈর্য ধারণের তাওফিক দিন। এই হানাহানির রাজনীতি এই মুহূর্ত থেকেই বন্ধ হোক। আল্লাহ সকলকে হেদায়েত ও ধৈর্য দান করুক।"
উল্লেখ্য, গত ৯ জুন বিকেলে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বাজার এলাকায় বিএনপির মিছিলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন মামুন সরকার। পরে তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসকরা জানান, হামলার ফলে তার ডান চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।

ছবির ক্যাপশন:
হাসপাতালে গিয়ে আহত যুবদল নেতা মামুন সরকারের খোঁজখবর নিচ্ছেন তানভীর হুদা।

Nema komentara


News Card Generator