মতলব উত্তরে এসএসসি পরীক্ষায় ২ শিক্ষার্থী বহিষ্কার।

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

মতলব উত্তরে দাখিল পরীক্ষায় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থী বহিষ্কার 

শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। 
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে ফরাজীকান্দি উয়েসীয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
ফরাজীকান্দি উয়েসীয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে ফরাজীকান্দি উযেসীয়া কামিল মাদ্রাসার সাধারণ বিভাগের পরীক্ষার্থী মো. সোহান মিয়া, রোল নং- ২৯১৬২৬, রেজি: নং ২১১৮৬৩২৪৩৯ এবং দশানী আল আমিন বোরানূর উলুম দাখিল মাদ্রাসার সাধারণ বিভাগের পরীক্ষার্থী মো. আব্দুল কাদির জীলানী রোল নং- ২৯১৮২৮, রেজিঃ নং- ২১১৮৬৩২১১৫ এই দুই ছাত্রকে কেন্দ্রে দায়িত্ব পালনকালে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি কক্ষ পরিদর্শনকালে ওই পরীক্ষার্থীদেরকে নকলসহ হাতেনাতে ধরে ফেলেন এবং তাদেরকে বহিষ্কারের নির্দেশ দেন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি জানান, বহিষ্কৃত ০২ (দুই) জন পরীক্ষার্থীর তথ্য কেন্দ্র সচিব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে (ঢাকা) অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
তিনি আরও জানান, বহিস্কৃত পরীক্ষার্থী এবছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না। 
ছবি ক্যাপশন:
ফরাজীকান্দি উষেসীয়া কামিল (এম এ) মাদ্রাসা।

Nenhum comentário encontrado


News Card Generator