close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মতলব উত্তরে বিএনপির সভাপতি হান্নান সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হান্নান সরকার দাফন : বিভিন্ন মহলের শ্রদ্ধাঞ্জলি


শহিদুল ইসলাম খোকন:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপি’র সভাপতি, বৃহত্তর মতলবের সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নানের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে মরহুমের ২য় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গতকাল রাতে ঢাকার আগারগাঁওয়ে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। 
মরহুমের দ্বিতীয় জানাজা পূর্বে সংক্ষিপ্ত আলেচনা সভায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নূরুল হক জিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহাম্মেদ মানিক, কেন্দ্রীয় বিএনপির সদস্য ড.জালাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, মরহুমের ভাগিনা ও ঢাকা মহানগর সিটি করপোরেশনের ২৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুবকর ছিদ্দিক,  মরহুমের ছেলে মেহেদী হাসান সরকার সবুজ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি শুক্কুর পাটোয়ারী, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, অধ্যাপক ডা. শামীম আহাম্মেদ, সলিমুস ছালাম, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি সরকার মাহবুব আহমেদ শামীম, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাড. মফিজুল ইসলাম, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের এ্যাডহক কমিটির সভাপতি কর্নেল (অব:) মতিউর রহমান জন্টু (অব:), বিশিষ্ঠ শিল্পপতি মঈন উদ্দিন হাজী টুনু, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড.শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন, সহ কোষাধ্যক্ষ বশির আহাম্মদ, সদস্য আলমগীর সরকার, আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক সরকার, বর্তমান সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এহসান মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুদ্দিন সরকার, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবু সৈয়দ গোলাম গোলাম রাব্বানী মামুন, জেলা যুবদলের সহ সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহব্বাক রাশেদ জামান টিপু, যুগ্ম আহবায়ক মামুন সরকার, ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল আবেদিন পিনুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর জানাযার পূর্বে মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোজাম্মেল হক। জানাজা নামাজের শেষে বিএনপি দলীয় নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুলেল শুভেচ্ছা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল রবিবার দুপুর ১ টা ৪০ মিনিটে হ্রদরোগ ইনস্টিটিউটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

コメントがありません


News Card Generator