close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মসজিদে শি শু ধর্ষ ণ, মুয়াজ্জিনের যাবজ্জীবন কারাদণ্ড

MD ABDULLAH avatar   
MD ABDULLAH
চুয়াডাঙ্গার জীবননগরে নয় বছর বয়সী এক ছাত্রকে মসজিদে ধর্ষ ণের ঘটনায় মুয়াজ্জিন নাজমুল ইসলামকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।..

মসজিদে শি শু ধর্ষ ণ, মুয়াজ্জিনের যাবজ্জীবন কারাদণ্ড

আই নিউজ বিডি, ডেস্ক রিপোর্ট

চুয়াডাঙ্গার জীবননগরে নয় বছর বয়সী এক ছাত্রকে মসজিদে ধর্ষ ণের ঘটনায় মুয়াজ্জিন নাজমুল ইসলামকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৭ এপ্রিল) দুপুরে নারী ও শি শু নির্যা তন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
নাজমুল ইসলাম জীবননগর ‍উপজেলার হাসাদাহ গ্রামের বাসিন্দা। তিনি মসজিদের মুয়াজ্জিন ও ইসলামিক ফাউন্ডেশনের আরবি শিক্ষার শিক্ষক ছিলেন। ২০২৩ সালের ১৫ মে মসজিদের মধ্যে ওই শি শুকে বলাত্ কার করেন। এরপর পরিবারের অভিযোগে জীবননগর থানায় মামলা হয়। তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

کوئی تبصرہ نہیں ملا