বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মৃত্যুঞ্জয়ী রুহুল কবির রিজভীকে কোনো শিকলে বাঁধা সম্ভব নয়। তিনি যে সাহসিকতা ও দৃঢ় মনোবল নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তা এদেশের ইতিহাসে অনন্য উদাহরণ হয়ে থাকবে।
রিজভী আহমেদের শারীরিক অসুস্থতার মধ্যেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার অবদান উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, "রিজভী সাহেব শুধু আমাদের দলের নয়, পুরো জাতির সাহসিকতার প্রতীক। তাকে ভয় দেখিয়ে, আটকে রেখে বা শিকলে বেঁধে কোনোভাবেই তার চেতনাকে দমন করা যাবে না।"
বিএনপির এই নেতা আরও বলেন, "সরকার গণতন্ত্রকামী নেতাদের বিরুদ্ধে যে ধরনের নির্যাতন ও ষড়যন্ত্র করছে, তা গণতন্ত্রকামী জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে প্রতিহত করা হবে। রিজভীর মতো নেতাদের কারণে এ আন্দোলন সফল হবেই।"
বক্তব্য শেষে তিনি রিজভী আহমেদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
পাঠকের জন্য বার্তা:
আপনার মতামত জানাতে মন্তব্য করুন বা শেয়ার করে অন্যদের জানান। গণতন্ত্রের জন্য লড়াইয়ে রিজভীর মতো নেতাদের পাশে থাকুন।
Geen reacties gevonden