close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বৃদ্ধকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, আহত প্রবীণ সাংবাদিক ও তাঁর স্ত্রী..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের তারাগাঁও দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় এক বৃদ্ধ ব্যক্তিকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন প্রবীণ সাংবাদিক খাঁন মোঃ আঃ মজিদ। তিনি দৈনিক যায়যায় কাল-এর দিনাজপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। দুর্ঘটনায় তাঁর পায়ের বাটি সরে গেছে বলে জানা গেছে, তবে এখনও এক্স-রে করা হয়নি। এ ঘটনায় তাঁর স্ত্রীও আহত হয়েছেন। তাঁর হাতে চামড়া উঠে গেছে এবং একই সঙ্গে কোমরে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আহত সাংবাদিক ও তাঁর স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

לא נמצאו הערות


News Card Generator