close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মোংলায় স্বাধীনতা দিবসে ২টি যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয়..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মোংলা বন্দরে জনসাধারণের জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয়েছে।..

বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোংলা দিগরাজ নেভাল জেটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ধলেশ্বরী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। একই দিনে খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে নৌবাহিনীর জাহাজ বানৌজা অপরাজেয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দফতর থেকে জানানো হয়েছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলার দিগরাজ কোস্টগার্ড বেইসে সমুদ্রগামী যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোস্টগার্ডের জাহাজ ঘুরে দেখার পাশাপাশি এ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন দূরদূরন্ত থেকে আসা বিভিন্ন দর্শনার্থীরা।

এ ছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলা ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকেও আলাদা কর্মসূচি পালন করা হচ্ছে। এদিন বিকেল ৫টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মোংলা বন্দরের কোস্টগার্ড এনেক্সে অসহায় দরিদ্র ও দুঃস্থ শিশুদের ইফতারসামগ্রী বিতরণ করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator