শেলাবুনিয়ায় প্রধান ক্যাথলিক চার্চসহ ৪০টি গীর্জায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শুভ বড়দিন উদযাপিত হবে। খ্রীস্ট ধমার্বলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে শেলাবুনিয়া খ্রীস্ট পল্লীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক আলোকসজ্জায় উৎসবে মুখরিত হয়ে উঠেছে।
শুভ বড়দিন উপলক্ষে বুধবার মধ্যরাত থেকে ধর্মিয় উপাসনালয় গীর্জায় ধর্মীয় রীতি অনুযায়ী ঘন্টা বাজানোর সাথে সাথে অনুষ্ঠিত হবে প্রার্থনার প্রথম পর্বের নানা আনুষ্ঠানিকতা। এরপর শুরু হবে বিশেষ প্রার্থনাসহ নানা আচার অনুষ্ঠান। শুরুতেই যিশু খ্রীষ্টকে ও মৃত আত্মার স্মরণসহ দেশ ও জাতীর মঙ্গল কামনা করে প্রার্থনা করবেন মোংলার প্রধান কেন্দ্রীয় শেলাবুনিয়া গীর্জার (সাধুপল ক্যাথলিক মন্ডলী) পালক পুরোহিত। প্রার্থনা করা হবে ফাদার সহ ধর্ম যাকক ও সর্বসাধারণের আত্মার শান্তির জন্যেও। বুধবার রাতে শেলাবুনিয়ার প্রধান ক্যাথলিক গীজার্সহ ৪০টি চার্চে একসাথে অনুষ্ঠিত হবে বড়দিনের বিশেষ এ প্রার্থনা।
এছাড়া বৃহস্পতিবার সকালে শেলাবুনিয়া, মালগাজী, কানাইনগর, চিলা ও বুড়িরডাঙ্গাসহ খ্রীষ্ট অধ্যুষিত এলাকাগুলোতে নানা আনুষ্ঠানিকতা এবং উৎসবের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হবে। বড়দিন উপলক্ষে ধর্মাবলম্বীদের উপস্যানালয় ও বাড়ী-ঘরগুলো বর্ণিল সাজ এবং জাকজমকপূর্ণ আলোকসজ্জা শোভা পাচ্ছে। সকল গীর্জাগুলোর সামনেই স্থাপন করা হয়েছে গোসালা। গোসালায় দৃষ্টি নন্দনভাবে আর্বিভাবের প্রতিকৃতি সাজানো হয়েছে। এদিকে বড়দিন উপলক্ষ্যে সকল গীর্জা ও খ্রীষ্টান পল্লীগুলোতে রয়েছে প্রশাসনিক বাড়তি নজরদারী।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
মোংলার শুভ বড়দিন উদযাপনে প্রস্তুত খ্রীস্টান সম্প্রদায়ের ধর্মিয় উপাসনালয়। বাড়ি-ঘর সাজানো হয়েছে জমকালো পরিবেশে..
Nessun commento trovato



















