close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মোংলায় নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মোংলার পিকনিক কর্ণারের নদীর পাড় থেকে অজ্ঞাত এক ভাসমান নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেছে নৌ পুলিশ ।..

স্থানীয়রা জানান, মোংলার ঘষিয়াখালি চ্যানেলের মোংলা নদীর পিকনিক কর্ণার ও বাসস্টপ সংলগ্ন নদীর পাড়ে লাশটি ভাসমান অস্থায় দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে মোংলা নৌ পুলিশ। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশটির নাম বা পরিচয় জানা যায়নি।তবে পাশেই পিকনিক কর্ণার নামে একটি স্পট থাকায় এবং দেশী-বিদেশী পর্যটকদে আনাগোনা ও এখানে কিনারায় গাড়ি ও নদীতে নৌযানের ভিড় থাকায় কোন দূর্ঘটনা হতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান বলেন, এখনো কিছু বলা যাচ্ছে না, লাশটি যেহেতু অজ্ঞাত। সুরতহাল করার পরে পাওয়া যাবে কি ঘটনা। লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে।

 

Nenhum comentário encontrado


News Card Generator