close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা ক্রমবর্ধমান বিদেশি বাণিজ্যিক কার্যক্রমের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। নতুন বছরের প্রথম ১০ দিনেই বন্দরে ভিড় করেছে ২৮টি বাণিজ্যিক জাহাজ। ফলে বন্দরের শ্রমিক ও কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন।
শুক্রবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে দু’টি কন্টেইনারবাহী জাহাজ মোংলা বন্দরে নোঙর করে। বর্তমানে বন্দরের বিভিন্ন পয়েন্টে ১৮টি জাহাজ অবস্থান করছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বিশাল জাহাজগুলোর আগমন
বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা যায়, বারমুডার পতাকাবাহী “এমভি পাকান্ডা অ্যান্টিগা” জাহাজটি ১৯০টি টিউজ কন্টেইনার নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। এটি ১৪২.৭০ মিটার দীর্ঘ এবং সাড়ে সাত মিটার গভীর।
অপরদিকে, পানামার পতাকাবাহী “মার্কস ঢাকা” নামের একটি জাহাজ ২০৭টি টিউজ কন্টেইনার নিয়ে ৮ নম্বর জেটিতে ভেড়ার প্রস্তুতি নিচ্ছে। ১৮৬ মিটার দীর্ঘ এই জাহাজটির গভীরতা ৭.১০ মিটার।
রাশিয়ার পতাকাবাহী “এমভি মেলিনা” নামের আরেকটি জাহাজ রূপপুর প্রকল্পের জন্য কার্গো নিয়ে ৯ নম্বর জেটিতে অবস্থান করছে।
বাণিজ্যের ক্রমবর্ধমান প্রবাহ
মোংলা বন্দরের উপপরিচালক মো. মাকরুজ্জামান জানান, ২০২৫ সালের শুরুতে বন্দরটি আগের চেয়ে আরও ব্যস্ত হয়ে উঠেছে। পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে ১৮টি জাহাজে কয়লা, সার, ক্লিংকার, এলপিজি, পাথরসহ বিভিন্ন পণ্য রয়েছে।
বন্দর কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতি
২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে মোংলা বন্দরে মোট ৪১৩টি বাণিজ্যিক জাহাজ এসেছে। এ সময়ে ১০,৩৮৬ টিউজ কন্টেইনার খালাস করা হয়েছে। গাড়ি বহনকারী ১০টি জাহাজ থেকে পাঁচ হাজার ৬৩৭টি গাড়ি আমদানি হয়েছে।
এছাড়া, বন্দর কর্তৃপক্ষ মোট ৫২ লাখ ৮৪ হাজার ৪৭১ টন পণ্য আমদানি-রফতানির মাধ্যমে ২১০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।
প্রবৃদ্ধির নতুন মাইলফলক
২০২২-২০২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২০২৪ অর্থবছরে মোংলা বন্দরের কার্যক্রমে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে:
বাণিজ্যিক জাহাজের সংখ্যা বৃদ্ধি: ২.৩০%
কার্গো পরিবহন: ৯.৭২%
কন্টেইনারবাহী জাহাজ: ১৬.৭৮%
গাড়ি আমদানি: ১৩%
বন্দরের এমন অগ্রগতি দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোংলা বন্দরকে কেন্দ্র করে বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে।
コメントがありません