close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

‎মোংলায় বিদেশি মদসহ এক নারী গ্রেফতার

রবি ডাকুয়া avatar   
রবি ডাকুয়া
বিশেষ প্রতিনিধিঃ

‎বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।..

মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে শহরের মাদ্রাসা রোডে অভিযান চালিয়ে মাদকসহ ওই নারীকে গ্রেফতার করে পুলিশ ও নৌবাহিনী।

‎বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার পরিদর্শক তদন্ত মানিক চন্দ্র গাইন।

গ্রেফতার সাফিয়া বেগম (৫৬) একই এলাকার মো. আব্দুর রহিমের স্ত্রী।

এ বিষয়ে মানিক চন্দ্র গাইন জানান, গভীর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। তারই অংশ হিসেবে গোপন সংবাদের পেয়ে শহরের মাদ্রাসা রোডের একটি বাড়ি থেকে এক নারীকে গ্রেফতার করা হয়।

‎পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী, বাড়ি তল্লাশি করে ১৮ বোতল বিদেশি মদ, ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

‎এ ব্যাপারে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে আসামিকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

لم يتم العثور على تعليقات


News Card Generator