close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মোহিনীর কারণে কি সংসার ভাঙলেন এ আর রহমান? মুখ খুললেন স্ত্রীর আইনজীবী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
অস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমান সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্যের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরপরই তার ব্যান্ডের বিখ্যাত বেজ
অস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমান সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্যের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরপরই তার ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট মোহিনী দে তার স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ করেন। এ দুটি ঘোষণায় নড়েচড়ে বসেছেন নেটিজেনরা। অনেকেই দুই ঘটনার যোগসূত্র খুঁজতে শুরু করেছেন। রহমানের সংসার ভাঙার পেছনে মোহিনীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। মোহিনীর ঘোষণায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সামাজিক মাধ্যমে অনেকেই ধারণা করছেন, মোহিনীর কারণেই তিন দশকের দাম্পত্য ভেঙে দিলেন এ আর রহমান। তবে সত্যিই কি মোহিনীর কারণে এমন সিদ্ধান্ত নিলেন রহমান? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ। তিনি জানান, “দীর্ঘদিনের তিক্ততা ও সমস্যার কারণেই এই বিচ্ছেদ। উভয়পক্ষ মিটমাটের অনেক চেষ্টা করেছিল, কিন্তু তা সম্ভব হয়নি। সায়রা এই সম্পর্ক আর চালিয়ে যেতে অপারগ ছিলেন।” আইনজীবীর বক্তব্যে স্পষ্ট, মোহিনীর সঙ্গে রহমানের ব্যক্তিগত জীবনের সম্পর্ক নিয়ে যা-ই আলোচনা হোক, বিচ্ছেদের পেছনে মূলত দাম্পত্য জীবনের অন্তর্গত সমস্যাগুলোই কাজ করেছে।
کوئی تبصرہ نہیں ملا