close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে রক্তক্ষয়ী গোলাগুলি: নিহত ২, উদ্ধার অস্ত্র-গুলি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর অভিযানে ঘটে গেলো ভয়াবহ গোলাগুলির ঘটনা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে চলা অভিযানে দুই জনের মৃত্যু হয়েছে বলে নিশ
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর অভিযানে ঘটে গেলো ভয়াবহ গোলাগুলির ঘটনা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে চলা অভিযানে দুই জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান। ওসি জানান, নিহত দুই ব্যক্তির পরিচয় এখনো অজানা। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, বেশ কিছু গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানের সময় আরও কয়েকজনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে। গোলাগুলির ঘটনার পর পুরো চাঁদ উদ্যান এলাকা থমথমে হয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। স্থানীয়রা জানায়, মধ্যরাতেই হঠাৎ গুলির শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারপাশে টহল দিতে দেখা যায় সশস্ত্র বাহিনীর সদস্যদের। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও নিহতদের পরিচয় উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।
コメントがありません