মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ৩০ জন গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
রবিবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-কমিশনার, সহকারী কমিশনার ও মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী দল এ অভিযানে অংশ নেয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে একাধিক পেশাদার ছিনতাইকারী, আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে কিশোর অপরাধীও রয়েছে, যাদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে।
আটকদের নাম তালিকাভুক্ত করে পুলিশ জানায়, তাদের সবাইকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর থানা জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			