এনইআইআর (NEIR) বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার ব্যবস্থা বাস্তবায়নের প্রতিবাদ ও বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কারওয়ান বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষের বিবরণ মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীরা পরিবারসহ কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে দুপুরে আন্দোলনকারীরা পুনরায় সংগঠিত হয়ে রাস্তায় নামলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, ফলে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।
নিরাপত্তা ব্যবস্থা ও প্রভাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। ব্যবসায়ীদের সড়ক অবরোধের কারণে বসুন্ধরা সিটি থেকে কারওয়ান বাজার পর্যন্ত যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
দাবি ও ধর্মঘট ব্যবসায়ীরা এনইআইআর ব্যবস্থা বাতিল এবং গ্রেপ্তারকৃত সহকর্মীদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।



















