দক্ষিণ চট্টগ্রামের খ্যাতনামা শিক্ষাবিদ মরহুম মৌলভী তালেব উল্লাহ স্যারের কনিষ্ঠ পুত্র মো. সাইফ উদ্দিন লিটন কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে তার এ দায়িত্বভার নিশ্চিত হয়েছে।
মো. সাইফ উদ্দিন লিটন একজন স্বনামধন্য অর্থনীতিবিদ ও হিসাববিজ্ঞান বিশেষজ্ঞ। তিনি বি.এ.এফ.সি.এ. এবং ইসলামিক ব্যাংকিং-এ স্নাতকোত্তর ডিগ্রিধারী। পেশায় তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ‘সাইফ কাসেম এন্ড কোং’-এর ম্যানেজিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার পিতা মরহুম মৌলভী তালেব উল্লাহ কুতুবদিয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন এবং শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন। যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে মো. সাইফ উদ্দিন লিটনও শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, *“আমার পিতার আদর্শকে ধারণ করে এই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকীকরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।”*
স্থানীয় শিক্ষানুরাগী মহল ও অভিভাবকরা তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির উন্নয়নে নতুন দিকনির্দেশনা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।



















