close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মণিপুরে একের পর এক গ্রামে বন্দুক-বোমার তাণ্ডব, আতঙ্কে কাঁপছে জনপদ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মণিপুরে আবারও উত্তেজনার আগুন জ্বলছে। এবার রাজ্যের পূর্ব ইম্ফল জেলার দুই গ্রাম, সানাসাবি এবং থামনাপোকপি, বন্দুক ও বোমা হামলার শিকার হয়েছে। সশস্ত্র ব্যক্তিদের এই
মণিপুরে আবারও উত্তেজনার আগুন জ্বলছে। এবার রাজ্যের পূর্ব ইম্ফল জেলার দুই গ্রাম, সানাসাবি এবং থামনাপোকপি, বন্দুক ও বোমা হামলার শিকার হয়েছে। সশস্ত্র ব্যক্তিদের এই হামলায় কেউ হতাহত না হলেও এলাকায় ভয়াবহ আতঙ্ক ও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, সানাসাবি গ্রামে পাহাড়ের ওপর থেকে সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে শুরু হয় হামলা। সশস্ত্র ব্যক্তিরা হঠাৎ করেই গুলি ও বোমার আঘাত হানে। এই ভয়াবহ ঘটনার সময় গ্রামের মানুষজন চিৎকার করে ছুটোছুটি শুরু করেন। পরিস্থিতি আরও ঘনীভূত হয় যখন কিছুক্ষণ পর থামনাপোকপি গ্রামেও একই ধরনের হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করেন। তারা বেশ কয়েকজন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করে। উল্লেখ্য, মণিপুরে গত বছরের মে মাস থেকে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। এই দীর্ঘস্থায়ী সহিংসতায় ইতোমধ্যে ২৫০ জনের বেশি প্রাণ হারিয়েছেন এবং হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এই সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং এলাকাবাসীর মধ্যে স্থায়ী নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়িয়েছে। পুলিশের সঙ্গে নিরাপত্তা বাহিনী আরও সতর্ক অবস্থানে রয়েছে যাতে এই ধরনের সহিংসতা আর না বাড়ে। মণিপুরে চলমান এই অস্থিরতার পেছনের কারণগুলো বিশ্লেষণের দাবি উঠেছে, কারণ বারবার এই ধরনের হামলা শুধু রাজ্যের শান্তি ভঙ্গই করছে না, বরং সাধারণ মানুষের জীবনে এক চরম ভয়ের পরিবেশ তৈরি করছে।
No comments found


News Card Generator