close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ময়মনসিংহে মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেয়ার ঘটনায় কেন্দুয়ায় প্রতিবাদ সভা..

Md Humayun avatar   
Md Humayun
ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেয়ার ঘটনায় নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিবাদ সভা করেছে সংস্কৃতিকর্মীরা। শুক্রবার বিকেলে কেন্দুয়া পৌরশহরের উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় প্রাঙ্গণে চর্চা ..

সভায় চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা গীতিকবি মির্জা রফিকুল হাসানের সভাপতিত্বে ও সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় বক্তব্য দেন সংস্কৃতিকর্মী কবি ও সংগঠক আবুল কালাম আল আজাদ, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি কবি সমরেন্দ্র বিশ্বশর্মা, কবি সুরঞ্জিত বাড়ৈ, কবি শফিক সিদ্দিকী, উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দুয়া শাখার সাধারণ সম্পাদক মহি উদ্দিন সরকার, কবি মাহবুবা খান দীপান্বিতা, ভূঁইয়া বুলবুল, ভূগোল রহমান, মাঈন উদ্দিন সরকার রয়েল, খায়রুল ইসলাম, সাংবাদিক সালাহ উদ্দিন সালাম, হুমায়ূন কবির, লুৎফুর রহমান হৃদয়, আব্দুল আউয়াল, কায়সার তালুকদার, মঞ্জুরা আক্তার লিলি, কবি কাউসার হোসেন জানু, মনিরুজ্জামান রাফি, ছাত্রদল নেতা দিলশাদ প্লাবন প্রমুখ।  

 

সভায় মুক্তমঞ্চটি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা পুনর্নির্মাণ করে দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

কোন মন্তব্য পাওয়া যায়নি